ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ভোটার হালনাগাদ: নতুনদের সার্ভারে যোগ করার তাগিদ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
ভোটার হালনাগাদ: নতুনদের সার্ভারে যোগ করার তাগিদ ইসির

ঢাকা: ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে নতুনদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে যোগ করার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে বৃহস্পতিবারের মধ্যে কার্যক্রমটি সম্পন্ন করা জন্য বলেছে সংস্থাটি।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর নির্দেশনাটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব এলাকায় নতুন ভোটার আপলোড বাকি আছে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা/রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক আপলোড সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা, গত ১৫ সেপ্টেম্বর থেকে আগামী ২০ জানুয়ারি নিজ উদ্যোগে নিবন্ধিত ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্থানান্তরের কারণে পরিবর্তিত ঠিকানায় অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় রেখে হালনাগাদ চূড়ান্ত করতে হবে।

আগামী ২১ জানুয়ারি হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২ মার্চ।

বর্তমানে দেশে ১২ কোটির মতো ভোটার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।