ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নওগাঁ-২ আসনের নির্বাচনে থাকছে সাধারণ ছুটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
নওগাঁ-২ আসনের নির্বাচনে থাকছে সাধারণ ছুটি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচনের দিন ওই এলাকায় সাধারণ ছুটি থাকছে। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ইসির উপসচিব এম মাজহারুল ইসলাম ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

তাতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি সোমবার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় (পত্নীতলা উপজেলা ও ধামরহাট উপজেলা) সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

এ অবস্থায়, দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি সোমবার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

৭ জানুয়ারির নির্বাচনে নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হওয়ায় ভোট বাতিল করে ইসি। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি তারিখ রেখে নতুন করে তফসিল দেয় কমিশন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
ইইউডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।