ঢাকা: সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনের ফলাফল বাতিলসহ যে কোনো অভিযোগ আগামী ১৭ এপ্রিলের মধ্যে দায়ের করা যাবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইতোমধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
আইন অনুযায়ী, ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে। ট্রাইব্যুনাল সে অভিযোগ নিষ্পত্তি করবেন পরবর্তী ১৮০ দিনের মধ্যে। সেখানে সুবিচার না পেয়ে থাকলে নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে যাওয়া যাবে নির্বাচনি ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ৩০ দিনের মধ্যে। আপিল ট্রাইব্যুনাল সে অভিযোগ নিষ্পত্তি করবেন পরবর্তী ১২০ দিনের মধ্যে।
গত ১৯ মার্চ এ নির্বাচন দু'টির ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সে হিসেবে অভিযোগ দায়েরের শেষ সময় ১৭ এপ্রিল।
গত ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২২৫ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যাদের সবাইকেই বা তাদের পক্ষে অন্য ব্যক্তিও যে কোনো অভিযোগ দিতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
ইইউডি/আরআইএস