ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খেলাপি ঋণের জামিনদার, চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ৫, ২০২৪
খেলাপি ঋণের জামিনদার, চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বরিশাল: খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

২৯ মে অনুষ্ঠেয় আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ০২ মে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রি মনোনয়নপত্র দাখিল করেন।

রোববার (০৫ মে) সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালামের উপস্থিতিতে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।  

সেখানে খেলাপি ঋণের জামিনদাতা হওয়ায় যতীন্দ্র নাথ মিস্ত্রির মনোনয়নপত্র বাতিল করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার।

এ নিয়ে চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রি বলেন, আমার এক আপনজন ঋণের ২৮ হাজার টাকা খেলাপি। তার ঋণের জামিনদার হওয়ায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আদালতে আপিল করব।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ০৫, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।