ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট দিলেন সাকিব আল হাসান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ৮, ২০২৪
ভোট দিলেন সাকিব আল হাসান 

মাগুরা: মাগুরায় ‌‌সাহাপাড়া সরকারি ১১১ নং প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোট প্রদান করেছেন মাগুরা এক আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান।

বুধবার (৮ মে) দুপুরে নিজ বাড়ি সাহাপাড়া থেকে ওই ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোট প্রদান করেন।

 

মাগুরা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলা ও শ্রীপুর উপজেলা দুটি উপজেলাতে আজ সকাল ৮টা থেকে একসঙ্গে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে এবং প্রতিটি ভোটকেন্দ্রেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।  

এদিকে মাগুরা জেলা নির্বাচন কমিশন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, দুটি উপজেলায় ভোট শুরু হয়েছে সকাল আটটা থেকে। মাগুরা সদর উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ১২০টি, ত্রিপুরা উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৫৭টি।

প্রসঙ্গত, আজ সারা দেশে ১৩৯টি উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হলে এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

 নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।