ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঝিনাইদহে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মে ৯, ২০২৪
ঝিনাইদহে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের বর্ষা খাতুন।  

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

প্রজাপতি প্রতীক নিয়ে বর্ষা পেয়েছেন ৫৪ হাজার ২৫৮ ভোট।  

এদিকে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের মো. মিজানুর রহমান মাসুম চেয়ারম্যান ও উড়োজাহাজ প্রতীকের এনামুল হক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কালীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে শিবলী নোমানী নির্বাচিত হয়েছেন।

কালীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ৯, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।