ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটের আগের দিন জামিন পেলেন সৈয়দপুরের সেই চেয়ারম্যান প্রার্থী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ২০, ২০২৪
ভোটের আগের দিন জামিন পেলেন সৈয়দপুরের সেই চেয়ারম্যান প্রার্থী 

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা না দেওয়ায় গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে জামিন দিয়েছেন আদালত।  

সোমবার (২০ মে) দুপুরে নীলফামারী জেলা জজ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন কবির শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

 

ফয়সাল দিদার ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

গত ১৮ মে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় সৈয়দপুর থানা পুলিশ।  

এর আগে, ১৭ মে সৈয়দপুর পৌর শহরের তুলশীরাম সড়কে ফয়সাল দিদার দিপুর নির্বাচনী কার্যালয়ের সামনে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা চালান ফয়সাল। এতে নিয়ম ভঙ্গ হওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।  

কিন্তু আদালতের আদেশ আক্রোশমূলক দাবি করে জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল দিদার দিপুকে আটক করে পুলিশ।  

এসময় তার কর্মী-সমর্থকরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

আটক করার ২০ ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের দায়ের করা নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সামসুজ্জোহা জোহা জানান, আদালত শুনানিতে দুপক্ষের যুক্তিতর্ক শুনে সন্তুষ্ট হয়ে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুর জামিন আবেদন মঞ্জুর করেছেন। আদালতের আদেশ কারাগারে পৌঁছালে কারাগার থেকে মুক্তি পাবেন চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।