ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আড়াইহাজারে নানা অভিযোগে ভোট বর্জন করলেন শাহজালাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ২১, ২০২৪
আড়াইহাজারে নানা অভিযোগে ভোট বর্জন করলেন শাহজালাল

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহজালাল বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জন করেছেন।

তিনি বলেন, আমি এ নির্বাচন মেনে নিতে পারছি না।

আমি চাই এখানে পুনরায় ভালো একটি নির্বাচন হোক। আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের লোকজনের কাছে প্রমাণাদির ভিত্তিতে নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। আমি এ নির্বাচন বর্জন করলাম।

মঙ্গলবার (২১ মে) বিকেলে আড়াইহাজারের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আমার সারাদিনের অভিজ্ঞতায় ও যতটুকু প্রমাণ আমি পেয়েছি প্রমাণাদি নিয়ে সেগুলো তুলে ধরছি। আড়াইহাজার উপজেলায় আমি ১৩৯টি কেন্দ্রে আমার এজেন্ট দিয়েছি। গত রাত থেকে আমার এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে তারা যেন উপস্থিত না হয়। এজেন্টদের না পেয়ে তাদের আত্মীয়স্বজনদের হুমকি দেওয়া হয়েছে।

কালাপাহাড়িয়া এলাকায় আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আমার এজেন্টদের মারধর করে বিদায় করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সকাল থেকে এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। কিছু কেন্দ্রে আমার এজেন্ট ছিল, সেসব জায়গায় ভোটের পার্সেন্টেজ খুবই কম। আপনারা দেখেছেন ভোট পড়ছে ৩/৪ শতাংশ। আমার এজেন্টরা অনেক কেন্দ্রে ছিল। তাদের বের করে দিয়ে ১২টার পর থেকে তারা প্রতিটি কেন্দ্র দখল করে নিয়েছে।

প্রশাসনের কাছে আমি অভিযোগ করেছি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছে। একটি কেন্দ্রে একজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি যুবলীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই। কেন্দ্রগুলোতে তারা প্রভাব খাটিয়ে আমার এজেন্টদের বের করে দিয়েছেন।

তিনি আরও বলেন, আড়াইহাজারের যত ভোটার আছে, যেখানে সুষ্ঠু ভোট হয়েছে সেখানে ভোটের পার্সেন্টেজ কম। আর অনেক জায়গায় তারা সিল মারছে সেই ভিডিও ও ছবি সবাই দেখেছেন।

আড়াইহাজারের আজকের নির্বাচন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন চাচ্ছেন তেমনটি হয়নি। মানুষ ভোট দিতে যায়নি। ২-৩ শতাংশ বেশি ভোট পড়েনি। যেখানে সিল মেরেছে সেগুলোর ব্যাপারে এখনও আমি জানি না।

ভোট গণনার সময় আপনারা প্রমাণ পাবেন। এক কেন্দ্রে ২ শতাংশ আরেক কেন্দ্রে ৩০ শতাংশ ভোট কীভাবে পড়ে। মানুষ ভয়ে ভোট দিতে যাচ্ছেন না।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ২১, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।