ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

নির্বাচন ও ইসি

কিশোরগঞ্জে জাল ভোট দিতে গিয়ে ৩ কিশোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মে ২১, ২০২৪
কিশোরগঞ্জে জাল ভোট দিতে গিয়ে ৩ কিশোর আটক

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছে তিন কিশোর।  

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার গনেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলো- উপজেলার গাড়াগ্রাম গনেশ এলাকার মিজানুর রহমানের ছেলে সজিব (১৬) ও উত্তর কিশামত এলাকার দেলোয়ার আলীর ছেলে মিশু (১৭) ও গনেশ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে সোহাগ (১৫)।

জানা যায়, দুপুরে ভুয়া কুপন নিয়ে অন্যের ভোট দিতে কেন্দ্রে গেলে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং অফিসারের সন্দেহ হয়। এসময় নাম এবং ছবির মিল না পাওয়ায় তাদের আটক করা হয়।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুর রহিম মিয়া বলেন, জাল ভোট দিতে আসায় তিনজনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মে ২১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।