ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আরও তিন উপজেলা নির্বাচন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ২৮, ২০২৪
আরও তিন উপজেলা নির্বাচন স্থগিত

ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির কারণে আরও তিন উপজেলা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ মে) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রিমালের প্রভাবের কারণে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ, কচুয়া, ও নেত্রকোনা খায়লিয়াজুরি উপজেলা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দিয়েছেন কমিশন। এখনো চিঠি হয়নি।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ও বিদ্যুৎ না থাকায় এ সিদ্ধান্ত হয়েছে।

রিমালে ক্ষয়ক্ষতির কারণে সোমবার ১৯ উপজেলা নির্বাচন স্থগিত করে ইসি।

বুধবার (২৯ মে) ৮৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২৮, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ