ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী অপরাধে ২০ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ২৯, ২০২৪
নির্বাচনী অপরাধে ২০ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

ঢাকা: তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বিভিন্ন অপরাধ আমলে নিয়ে ২০ জনকে কারাদণ্ড, অর্থদণ্ড দিয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেটরা। এদের মধ্যে কেউ কেউ এক মাসের, কেউ আবার ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন।

কেউ কেউ অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন।

বুধবার (২৯ মে) ৮৭ উপজেলা পরিষদ নির্বাচন শেষে নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা এই তথ্য জানিয়েছে।

নির্বাচনে ২১টি জনকে সংক্ষিপ্ত বিচার করছেন বিচারিক ম্যাজিস্ট্রেটরা। এদের মধ্যে একজন খালাস পেয়েছেন অভিযোগ থেকে। অন্যরা বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড ও কারাদণ্ড পেয়েছে।

সাজাপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ২৯, ২০২৪
ইইউডি/এমজে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।