ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

চতুর্থ ধাপে ভোট পড়েছে ৩৪ দশমিক ৭৭ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুন ৬, ২০২৪
চতুর্থ ধাপে ভোট পড়েছে ৩৪ দশমিক ৭৭ শতাংশ

ঢাকা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট পড়েছে ৩৪ দশমিক ৭৭ শতাংশ।

বৃহস্পতিবার (৬ জুন) মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, ০৫ জুন অনুষ্ঠিত ৬০ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিল এক কোটি ৪১ লাখ ৮৭ হাজার ৮৭২ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৪৯ লাখ ৩৩ হাজার ৫৫৫ জন। অর্থাৎ ভোট দিয়েছেন ৩৪ দশমিক ৭৭ শতাংশ ভোটার।

৬০ উপজেলা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে ভোলার মনপুরায় ৬০ দশমিক ৬৮ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে নওগাঁ সদরে ২০ দশমিক ৮৭ শতাংশ।

গত ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে৷ আগামী ৯ জুন স্থগিত ২২ উপজেলা নির্বাচনের মধ্যে দিয়ে ভোটগ্রহণ শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
ইইউডি/জেএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।