ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালুর নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুন ১২, ২০২৪
ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালুর নির্দেশ

ঢাকা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কারণে সারা দেশে স্থগিত হওয়া ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১২জুন) সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ সধারণ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের জন্য মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।  

ষষ্ঠ উপজেলা পরিষদ সধারণ নির্বাচন সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে পূর্বের মতো যেসব এলাকায় নির্বাচন চলমান নেই, সেই সব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম চালুকরণের জন্য নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে।

মাঠ পর্যায়ে যেসব এলাকায় নির্বাচন চলমান নেই, সেসব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম আগের মতো দ্রুততম সময়ে সম্পন্ন করতে অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ১২, ২০২৪
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।