ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামের নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের ১০টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, শনিবার (২৯ জুন) রাতে ওই গ্রামের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
তারা আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেন সমর্থিত প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু চেয়ারম্যান নির্বাচিত হন। আর মফিজ উদ্দিন সমর্থিত প্রার্থী শামীম হোসেন মোল্লা হন পরাজিত। নির্বাচনের পর থেকেই নিত্যানন্দপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফারুক হোসেনের সমর্থকরা মফিজ উদ্দিনের সমর্থকদের মারধর ও বাড়িঘরে হামলা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে শেখড়া গ্রামের ফারুকের সমর্থক আমোদ ফকির ও গিয়াস বিশ্বাসের লোকজন মফিজের সমর্থক শাহাদত শেখ, মনিরুল শেখ, আবু কালাম, গফুর মোল্লা, মজিবর শেখ, আজিবর শেখসহ ১০ জনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, শেখড়া গ্রামে গত রাতে মফিজ উদ্দিনের সমর্থকদের কয়েকটি বাড়ি ভাঙচুর করেছেন ফারুকের লোকজন। আমরা রাতেই গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসআই