ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

৪১তম বিসিএস থেকে ১১ জনকে ইসিতে নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
৪১তম বিসিএস থেকে ১১ জনকে ইসিতে নিয়োগ

ঢাকা: ৪১তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন ক্যাডার পদে সুপারিশকৃত ১১ জনকে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৭ জুলাই) ইসি সচিব শফিউল আজিম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে বলা হয়েছে, ৪১তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন ক্যাডার পদে সুপারিশকৃত ১১ জনকে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে (নবম গ্রেড) নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তাদের আগামী ২১ জুলাই সচিব বরাবর যোগদানপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন- কুমিল্লার লাকসামের মাহবুবা আক্তার ভূঁইয়া (রেজি নম্বর-১১০৪৫০৮৫), পাবনার বেড়া উপজেলার মো. ইমরান হোসেন (রেজি নম্বর-১১০১৬৩৪১), ঝালকাঠি সদরের মুহা. ছাব্বির হুসাইন (রেজি নম্বর-১৫০০৩০৬০), ঝালকাঠির নলছিটি উপজেলার জাহিদুল ইসলাম রুমি (রেজি নম্বর-১১০৪৮৩১৪), রংপুর মিঠাপুকুরের মো. রুকনুজ্জামান (রেজি নম্বর-১৭০২৬৮৩৬), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোছা. শিমু পারভীন (রেজি নম্বর-১৭০২৪১০৫), মাদারীপুর সদরের রনি হাওলাদার (রেজি নম্বর-১১০৫০৯২৩), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মো. সোহেল (রেজি নম্বর-১৫০০১৩২৫), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রনি আহমেদ (রেজি নম্বর-১১০৭৫৪০১), ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাগর আহমেদ (রেজি নম্বর-১১০৪৪১১৭) ও রাজশাহী সদরের মো. নাফিস রায়হান (রেজি ১২০০৮০৯০)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবিসকাল যোগদান থেকে দুই বছর। এ সময় নিজেকে যোগ্য প্রমাণ করতে ব্যর্থ হলে তাকে অপসারণ করতে পারবে ইসি।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।