ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলায় কর্মকর্তা না থাকলে এনআইডি সেবা মিলবে পাশের উপজেলায়

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
উপজেলায় কর্মকর্তা না থাকলে এনআইডি সেবা মিলবে পাশের উপজেলায়

ঢাকা: কোনো উপজেলায় কর্মকর্তা না থাকলে এনআইডি সেবা দেবে পাশের উপজেলা নির্বাচন কর্মকর্তা। এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা না থাকলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা না থাকলে ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা সেবা দেবেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন মাঠ কর্মকর্তাদের।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামো এ কার্যবণ্টন তালিকায় মাঠ পর্যায়ের কার্যালয়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন সময় প্রশিক্ষণ, বদলি, অর্জিত ছুটি, বহিঃবাংলাদেশ ছুটিসহ অন্যান্য ক্ষেত্রে তার অনুপস্থিতিতে কোনো কর্মকর্তা দায়িত্বে না থাকায় নির্বাচন, প্রশাসনিক কার্যক্রমসহ জরুরি জাতীয় পরিচয় নিবন্ধনের প্রাত্যহিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।

এ অবস্থায় কাজের গতিশীলতা আনয়ন, ধারাবাহিকতা বজায় রাখা, সেবার মান উন্নয়ন ও সহজীকরণের লক্ষ্যে উল্লিখিত ক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার স্থলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (জ্যৈষ্ঠ কর্মকর্তা) এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তার স্থলে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আয়ন-ব্যয়ন দায়িত্বসহ (প্রযোজ্য ক্ষেত্রে) ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের গত ৮ ফেব্রুয়ারির আদেশের অনুবৃত্তিক্রমে কোনো উপজেলায় একইসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার অনুপস্থিতিতে ক্ষেত্র বিশেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলার পার্শ্ববর্তী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্বসহ আয়ন-ব্যয়ন (প্রযোজ্য ক্ষেত্রে) কর্মকর্তার ক্ষমতা দেবেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।