ঢাকা: সচিবালয়ের ব্যয় কমাতে বোতলজাত পানির পরিবর্তে জগ-গ্লাসের পানি পান করছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমের বিচক্ষণতা ও দূরদর্শী দিক-নির্দেশনায় নির্বাচন ভবনের বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে গঠিত কমিটির বিভিন্ন পদক্ষেপের ফলে নির্বাচন ভবনের জুন-২০২৪ মাসের তুলনায় পরবর্তী মাসগুলোতে বিদ্যুতের ব্যবহার গড়ে প্রায় এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। বিদ্যুৎ খরচ কমে এসেছে।
এছাড়া সচিবের নির্দেশনায় নির্বাচন ভবনে কোনো বোতলজাত পানি ব্যবহার করা হচ্ছে না। মিটিং রুমসহ সব রুমে জগ-গ্লাসের মাধ্যমে পানি ব্যবহার করা হচ্ছে। এতে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের ক্ষতি কমানো যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
ইইউডি/আরবি