ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপি পদে দুইবারের বেশি নয়: মওসুস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপি পদে দুইবারের বেশি নয়: মওসুস

ঢাকা: প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) পদে একই ব্যক্তি দুইবারের বেশি থাকতে পারবেন না। এছাড়া রাষ্ট্রপতি পদেও দুইবারের বেশি নয়।

আবার দলের সভাপতি বা সেক্রেটারিসহ গুরুত্বপূর্ণ পদেও কোনো ব্যক্তি তিনবারের বেশি থাকতে পারবে না।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদারের কাছে এমন আইন আনতে সরকারের কাছে সুপারিশের জন্য প্রস্তাব করেছে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস।

মওসুস'র এর চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান ভূঁইয়া লিখিত আকারে ২৩ দফা প্রস্তাব করেছেন।

ওই প্রস্তাবনায় বলা হয়েছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার নিমিত্তে সংবিধান সংশোধন করতে হবে এবং একই ব্যক্তির পরপর দুই মেয়াদের বেশী রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী থাকার সুযোগ বন্ধ করতে হবে। একই ভাবে রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সেক্রেটারিসহ সকল গুরুত্বপূর্ণ পদে পরপর দুই বা তিন মেয়াদের বেশি কেউ থাকতে না পারে সেইজন্য রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে এবং এই ব্যাপারে নির্বাচন কমিশন কার্যকরী ভূমিকা রাখবেন। এছাড়া প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপি পদেও দুইবারের বেশি কেউ থাকতে পারবেন না।

এদিকে দলের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করে নেতা নির্বাচন করা, রাজনৈতিক অপরাধের বিচারের জন্য পলিটিক্যাল ট্রাইব্যুনাল ও পলিটিক্যাল আপিল ট্রাইব্যুনাল গঠন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশন নিয়োগ আইন সংশোধন, দলগুলোর মনোনয়ন বাণিজ্য রোধ, রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নে জাতীয় লিডারশিপ ইনস্টিটিউট গঠন, দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভার প্রবর্তন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, সৎ, যোগ্য সাহসী নির্বাচন কমিশনার নিয়োগ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাবমুক্তকরণ, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়করণ, একাধিক দিনে সংসদ নির্বাচনের ব্যবস্থাকরণ, এনআইডি ব্যবস্থাপনা ইসির অধীনেই রাখা, তিন পার্বত্য অঞ্চলে তিন সংসদীয় আসন ও ঢাকার জন্য ১১টি আসন সংরক্ষণ করা, সকল প্রার্থীকে এক মঞ্চে এনে প্রচারের ব্যবস্থা, প্রার্থীদের সকল তথ্য ভোটারদের কাছে প্রকাশ করা, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রচলন, হলফনামা ও মনোনয়ন ফরম সংশোধন, প্রার্থী হওয়ার জন্য সংশ্লিষ্ট দলের ন্যূনতম তিন বছরের সদস্যভুক্ত থাকা, নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিককরণ, ব্যবসায়ীদের রাজনীতিতে আসার পথ সীমিত করার বিধান আনার জন্যও প্রস্তাব করা হয়েছে।

গত ২১ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে "সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং কিছু প্রস্তাবনা সংক্রান্ত” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মওসুস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রীম কোর্ট বারের সাবেক সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন এতে সভাপতিত্ব করেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফও প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন। এছাড়া জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জনিপপ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, জামায়াতের ঢাকা মহানগরীর দক্ষিনের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলদেশ কংগ্রস এর চেয়ারম্যান এডভোকেট কাজী রেজাউল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মওসুস পরামর্শক ড. আব্দুল মান্নান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ ও সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ নিজেদের মতামত তুলে ধরেন। সেই সকল মতামত একীভূত করে ২৩ দফা প্রস্তাবটি নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনে জমা দিল মওসুস।

বাংলাদেশ সময়: ১৬৪৬ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।