ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাল-ভুয়া তথ্যে এনআইডি নিলে মামলা দেবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
জাল-ভুয়া তথ্যে এনআইডি নিলে মামলা দেবে ইসি

ঢাকা: জাল বা ভুয়া তথ্য দিয়ে ভোটার নিবন্ধন করলে বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করলে সংশ্লিষ্ট ব্যক্তির নামে ফৌজদারি মামলা দেবে নির্বাচন কমিশন (ইসি)। এতদিন আইনে থাকলেও বিষয়টির তেমন প্রয়োগ না থাকায় মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি দিল সংস্থাটি।

রোববার (৩ নভেম্বর) ইসির এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার নির্দেশনাটি সব থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন বা সংশোধন সংক্রান্ত জাল-জালিয়াতির উদ্দেশে জাল বা ভুয়া তথ্য দিয়ে কোনো নাগরিক ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করলে উক্ত ভোটারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের অথবা সাধারণ ডায়েরি করতে হবে।

এর আগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক অনিয়ম, দুর্নীতির ক্ষেত্রেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছিলেন। ওই নির্দেশনায় বলা হয়েছিল, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।