ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সব কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চায় ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
সব কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চায় ইসি

ঢাকা: নির্বাচন ভবনে কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সংস্থাটির জনবল ব্যবস্থাপনা শাখা-১ এর সহকারী সচিব মোহাম্মদ শাহীনুর রহমান এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছেন।

দপ্তর ও শাখা প্রধানদের অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের তথ্য (পিতা ও মাতার নাম, পদবী, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর) ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ভবনকে ‘কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)’ তালিকাভুক্ত করায় ২০২৪ সালের ২৮ আগস্ট  জরিপের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী স্পর্শকাতর এলাকাসহ নির্বাচন ভবনে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী ও নিরাপত্তা নিয়োজিত কর্মীসহ সকল কর্মকর্তা কর্মচারীর তথ্য বছরে একবার এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) বা এসবি (পুলিশের বিশেষ শাখা) কর্তৃক জরুরি ভিত্তিতে ভেটিং সম্পন্ন করার সুপারিশ করা হয়। সে প্রেক্ষিতে নির্বাচন ভবনের কর্মরত সকলের তথ্যগুলো প্রয়োজন।

নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারীর তথ্য ছক অনুযায়ী ১২ জানুয়ারির মধ্যে অনুবিভাগ/দপ্তর ভিত্তিক একত্রীকরণ করে জনবল ব্যবস্থাপনা-১ শাখায় পাঠাতে ওই অফিস আদেশে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।