ঢাকা: জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগীর সঙ্গে নির্বাচনী সহায়তা নিয়ে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ইসি জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে ইউএনডিপি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
আগামী জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে ইসি।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
ইইউডি/আরবি