রাজশাহী: বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ছিল—‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’।
রোববার (২ মার্চ) ভোটার দিবসকে সামনে রেখে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের উদ্যোগে নানান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে জানানো হয় যে, এখন ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করেও ভোটার হওয়া যাবে। শুধু আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান করতে নির্বাচন অফিসে যেতে হবে।
এ দিন সকালে আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবস উদযাপনের উদ্বোধন করেন।
পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনার অফিসে গিয়ে শেষ হয়। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে এই শোভাযাত্রায় পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ নতুন ভোটাররা অংশ নেন।
শোভাযাত্রা শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
প্রধান অতিথির বক্তৃতায় রাজশাহী বিভাগীয় কমিশনার নতুন ভোটারদের কাছে জানতে চান, ভোটার হতে তাদের কী কী প্রমাণক প্রয়োজন হয়েছে। একজন নতুন ভোটারের জবাব থেকে বিভাগীয় কমিশনার সভাকে জানান, নতুন ভোটার হতে গেলে বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন বা এসএসসি সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র, নাগরিক সনদ ও যে কোনো ইউটিলিটি বিলের কপি প্রয়োজন।
আজিম আহমেদ পরে নির্বাচন কর্মকর্তাদের কাছে জানতে চান ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক যে কোনো সময় ভোটার হতে পারবেন কি না। নির্বাচন কর্মকর্তাদের উত্তর শুনে তিনি সভায় অংশগ্রহণকারীদের জানান, ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক যেকোনো সময় ভোটার হতে পারবেন। ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করেও ভোটার হওয়া যাবে। শুধু আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান করতে নির্বাচন অফিসে যেতে হবে।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নতুন ভোটার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এসএস/এমজেএফ