ঢাকা: অনলাইন ব্যবস্থায় প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুযোগ রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচন কমিশনাররা এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।
জানা গেছে, প্রক্সি ভোটের ক্ষেত্রে একটি অ্যাপ থাকবে। যেখানে প্রবাসী তার নমিনি ঠিক করে দেবেন। সেই নিমিনি পরবর্তীতে ভোট দিতে পারবেন।
এ বিষয়ে এনআইডি নিবন্ধন ও প্রবাসী শাখার পরিচালক আব্দুল মমিন সরকার বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য কয়েকটি প্রস্তাব কমিশনের কাছে তুলে ধরা হয়েছিল। এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রক্সি ভোটিংয়ের বিস্তারিত প্রস্তাব দাখিল করতে বলেছে কমিশন। সেই প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে ইসির সিস্টেম ম্যানেজার রফিকুল হক বলেন, কেবল প্রাথমিক আলোচনা চলছে। নানান প্রস্তাব পর্যালোচনা করা হবে। এক্সপার্ট ও দলগুলোর মতামত নেওয়া হবে। এখনো বলার মতো কিছু দাঁড়ায়নি।
বর্তমানে ৪০ দেশে বসবাসকারী প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের উপায় খুঁজছে ইসি। এক্ষেত্রে কোনো উপায় বের হলে প্রায় দেড় কোটি প্রবাসী সংশ্লিষ্ট দেশে বসেই নিজের ভোট দিতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
ইইউডি/এমজে