ঢাকা: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) হাতে নেওয়া উদ্যোগ 'প্রবাসী বাংলাদেশিদের ভোটদান ব্যবস্থায়' সহায়তা করতে চায় মালয়েশিয়া।
সোমবার (১৭ মার্চ) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষ মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশের একটি বড় সংখ্যক প্রবাসী বসবাস করছেন। এ সরকারের অধীনে নির্বাচনী সংস্কার সব সংস্কার উদ্যোগকে সমর্থন করছে মালয়েশিয়া। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিষয়ে।
এর আগে অনুষ্ঠিত বৈঠকে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনভুক্ত (ওআইসি) দেশগুলোর মিশন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন ১৯ দেশের মিশন প্রধানকে বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানালেও সৌদি আবরসহ নয় দেশ অংশ নেয়নি।
বৈঠকে আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত মিশন অংশ নেয়। আর ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মালদ্বীপ এবং ওমানের কেউ উপস্থিত হয়নি।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, তার কমিশন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদানে সহায়তা চয়েছে। একই সঙ্গে ক্যাপাসিটি বিল্ডিং, দক্ষতা উন্নয়ন, এক্সপেরিয়েন্স শেয়ার, উনারা যেসব বিষয়ে অংশ নিতে পারে, সেসব বিষয়ে সহযোগিতা চেয়েছে কমিশন। তারাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান এ নির্বাচন কমিশনার।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
ইইউডি/জেএইচ