ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রবাসীর প্রক্সি ভোটার কে হবেন?

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
প্রবাসীর প্রক্সি ভোটার কে হবেন? প্রতীকী ছবি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের প্রক্সি ভোটিংয়ের ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছে। এক্ষেত্রে কারা হতে পারবেন একজন প্রবাসীর প্রক্সি, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের কাছে।

ইসি কর্মকর্তা বলছেন, এখনো বিষয়টি চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে কমিশন আত্মীয়দেরই এই ক্ষমতা দেওয়ার পক্ষে। এতে বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, মেয়ে, পুত্রবধূ বা রক্ত সম্পর্কীয় আত্মীয়রা প্রক্সি ভোটার হতে পারবেন। এক্ষেত্রে অ্যাপের মাধ্যমে প্রবাসী রেজিস্ট্রেশন করে সেখানে একজনকে তার ভোট দেওয়ার জন্য পাওয়ার অব অ্যাটর্নি দেবেন। সেই ব্যক্তি প্রক্সি হিসেবে নিজের ভোটের পাশাপাশি অন্যের ভোটটাও দিতে পারবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, একজন ইনডিভিজ্যুয়াল ভোটারকে তার আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। কেননা, তার প্রক্সি হবে তিনি যদি অন্য কাউকে ভোট দিয়ে দেন। আমাদের আস্থার ঘাটতি, বিশ্বাসের অভাব রয়েছে। তবে একজন ব্যক্তিকে অন্তত পক্ষে তো আস্থায় রাখতে হবে। এটা ব্যক্তির পছন্দ হবে। তিনিই নিজেই পছন্দ করবেন।

প্রক্সি ভোটের জন্য আগামী ৮ বা ৯ এপ্রিল একটা কর্মশালা হবে। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটকে আমন্ত্রণ জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং এমআইএসটিকে সম্পৃক্ত করার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। এর বাইরেও যে কোনো প্রতিষ্ঠান এ কাজে সহায়তা করতে পারে। নির্বাচন সংস্কার কমিশনের বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানাবে ইসি। এছাড়া একটি সিস্টেম আর্কিটেকচার ডেভেলপের জন্য ইসির সাবেক অভিজ্ঞ কর্মকর্তা এবং এনজিওকেও আমন্ত্রণ জানানো হবে।

পৃথিবীর বিভিন্ন দেশে দেড় কোটি বাংলাদেশি প্রবাসী রয়েছে। এরমধ্যে এক কোটির মতো ভোটার রয়েছে বলে ধারণা করছে ইসি, যাদের আগামী সংসদ নির্বাচনের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
ইইউডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।