ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রবাসীদের জন্য প্রক্সি ভোট, আরপিও সংশোধনের উদ্যোগ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, এপ্রিল ৬, ২০২৫
প্রবাসীদের জন্য প্রক্সি ভোট, আরপিও সংশোধনের উদ্যোগ ইসির

ঢাকা: প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের ব্যবস্থা আনতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এতে প্রক্সি হিসেবে একজন ব্যক্তি সর্বোচ্চ তিন প্রবাসীর ভোট দিতে পারবেন।

ইসির দায়িত্বশীল সূত্রগুলো বিষয়টি জানিয়েছেন। তারা বলেন, আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। আইন সংশোধন হলে প্রবাসীরা স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রক্সি ভোটারের মাধ্যমে তাদের ভোট দিতে পারবেন। ভোটের ৩০দিন আগে একজন প্রবাসীকে নির্দিষ্ট পন্থায় বা ইসির কাছে আবেদন জানাতে হবে। প্রবাসীরা তার ভোট দেওয়ার জন্য প্রক্সি হিসেবে বাংলাদেশে অবস্থানকারী স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন অথবা ভাই-বোনের ছেলে-মেয়েকে ক্ষমতা দিতে পারবেন। প্রক্সি ভোটারকে অবশ্যই প্রবাসীর আসনের ভোটার হতে হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে বলেন, প্রক্সি ভোটিং পদ্ধতির সুবিধা হলো, এটা বিভিন্ন দেশে প্রচলিত আছে। পাওয়ার অ্যার্টনির মাধ্যমে তো জমিজমাও বিক্রি করে থাকি, তাহলে ভোটও তো অধিকার, যদি সেটাকে আমরা এভাবে বাস্তবায়ন করতে পারি তবে একটা ফলাফল আসবে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।