ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আগামী রোববার (২০ এপ্রিল) বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার সময় তিন মাস বাড়ানোর আবেদন করেছে দলটি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিইসির একান্ত সচিব আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সিইসি তাদের রোববার ১২টায় সময় দিয়েছেন। এটিই হবে এনসিপির সঙ্গে ইসির প্রথম বৈঠক। এ ছাড়া তারা নিবন্ধন আবেদন জমা নেওয়ার সময় ৯০ দিন বাড়ানোরও আবেদন করেছে।
ইসি কর্মকর্তারা বলছেন, ২০ এপ্রিল রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ সময়। এখন পর্যন্ত ছয়টি দল আবেদন করলেও পাঁচটি দলই সময় বাড়ানোর আবেদন করেছে। একটি দল নিবন্ধনের আবেদন করলেও তা যথাযথ হয়নি। এদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও রয়েছে।
এদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, ২০ এপ্রিল হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত সময় বাড়ানোর পরিকল্পনা নেই।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা টার্গেট করে আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি। তিন মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করে আমরা আগস্ট-সেপ্টেম্বরে সংলাপ করতে চাই। তাই আমাদের হাতে সময় নেই।
আইন অনুযায়ী, নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধন নিতে হবে। তবে নিবন্ধনের শর্ত পূরণ দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে বলে মনে করছেন অনেকে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫/আপডেট: ১৬৫২ ঘণ্টা
ইইউডি/এমজেএফ