ঢাকা: গণতন্ত্র ও নির্বাচনি অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে মঙ্গোলিয়ায় দুই সদস্যের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
ইসির উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে শনিবার (৩ মে) বিষয়টি জানা গেছে। সফরকালে প্রতিনিধি দলটি মঙ্গোলিয়ায় একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবে। পরে দেশটির নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে আগামী ৮ মে।
বাংলাদেশ নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে বিদেশে নির্বাচনি অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে সফর করে থাকে সংশ্লিষ্ট দেশের আমন্ত্রণে। একইভাবে বাংলাদেশও বিভিন্ন সময়ে অন্যান্য দেশের নির্বাচন কমিশনকে আমন্ত্রণ জানায়।
ইইউডি/এমজে