ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের জন্য অনলাইন ভোটিং পদ্ধতি চায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।
সোমবার (১২ মে) দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের কাছে এ সংক্রান্ত লিখিত প্রস্তাব দেয়।
গত ২৯ এপ্রিল প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে ইসি আয়োজিত সেমিনারে দলটির পক্ষ থেকে ১৫ দিনের মধ্যে লিখিত মতামত দেওয়ার কথা বলা হয়।
মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়, দলটি অনলাইন ভোটিংয়ের পক্ষে। তবে একই আইপি থেকে একজন যেন একটি ভোটের বেশি না দিতে পারেন, সে ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে ভোটের তথ্য যেন প্রিন্ট করে নেওয়া যায়, সে ব্যবস্থাও চান তারা।
গত ২৯ এপ্রিলের বৈঠকে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোট নিয়ে সেমিনারে আলোচনার পর দলগুলো পরে লিখিত মতামত জানাতে চায়।
ইইউডি/এসআই