ঢাকা: আগামী রোববার (২৭ জুলাই) পর্যবেক্ষক হতে আগ্রহীতের কাছে আবেদন আহ্বান করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (২৭ জুলাই) পর্যবেক্ষক হতে আগ্রহীদের নিবন্ধন দিতে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি হতে পারে। এক্ষেত্রে সময় দেওয়া হতে পারে ১৫ দিন।
সস্প্রতি নতুন নীতিমালা জারি করে আওয়ামী লীগ আমলের ৯৬টির সবগুলো পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে ইসি। এছাড়া নতুন নীতিমালা জারি করে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি করা হয়েছে। যাদের নিবন্ধন বাতিল হয়েছে চাইলে তারাও নতুন করে আবেদন জমা দিতে পারবে।
ইইউডি/আরআইএস