ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

সীমানা বিরোধ: আদালতের দিকে তাকিয়ে আছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, সেপ্টেম্বর ১৮, ২০২৫
সীমানা বিরোধ: আদালতের দিকে তাকিয়ে আছে ইসি ইসিতে

ঢাকা: সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিভিন্ন বিক্ষোভ-বিরোধ নিয়ে সিদ্ধান্ত দিতে আদালতের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যে নির্দেশনা আসবে, তাই বাস্তবায়ন করবে কমিশন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) আখতার আহমেদ।

তিনি বলেন, কেউ প্রবাসে থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে, তিনি আর ভোট দিতে পারবেন না। নিবন্ধনের জন্য অ্যাপ কবে নাগাদ হবে, সেটা পরে জানা যাবে।

ইসি সচিব বলেন, নির্বাচন নিয়ে ২২ সেপ্টেম্বর ইইউ প্রতিনিধি দল আসবেন। দল নিবন্ধনের ২২ দলের তদন্ত শেষ। আগামী রোববার বা সোমবার নাগাদ ইসি মিটিংয়ে তুলে জানাবো।

তিনি বলেন, সংলাপের বিষয়টি শিগগিরই ঠিক করা হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

সীমানা নিয়ে বিরোধ, বিক্ষোভের বিষয়ে আখতার আহমেদ বলেন, ১৮টি রিট হয়েছে। আদালতের প্রতি আমরা আস্থাশীল। কাজেই সেখান থেকে নির্দেশনা আসুক, সে পর্যন্ত অপেক্ষা করি। আগামী কমিশন বৈঠকে পর্যবেক্ষকদের বিষয় তোলা হবে।

সীমানা নির্ধারণ নিয়ে যে আন্দোলন হচ্ছে তা নিয়ে কী বলবেন-এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যে কোনো প্রেক্ষাপটে ভাংচুর অনাকাঙ্ক্ষিত বিষয়। বিষয়টা আদালতেও গেছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটা আমাদের জন্য বাধ্যবাধকতা হবে।
আইনের সাত ধারায় বলা আছে, মামলা গ্রহণযোগ্য হবে না। এখন রিট করা তো মৌলিক অধিকার।

ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।