ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৬, ১৭ আগস্ট গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
১৬, ১৭ আগস্ট গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া রাজনৈতিক দলগুলোর চলতি মাসের শেষের দিকে সংলাপ শুরু করবে সংস্থাটি।

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ নির্বাচন ভবনে তার কার্যালয়ে রোববার (০৬ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আগামী ১৬ ও ১৭ আগস্ট সংলাপ করা হবে।

আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগস্টের শেষ সপ্তাহে সংলাপ শুরু হবে। সংলাপটা কমিশনের নিবন্ধনে থাকা রাজনৈতিক দলের তালিকার শেষ থেকে শুরু হবে। এক্ষেত্রে ঈদের আগে প্রতিদিন দু’টি করে দলের সঙ্গে বসবে কমিশন। ঈদের আগে ৬টি দলের সঙ্গে বসবে ইসি। দলগুলো ১০ জন প্রতিনিধি আনতে পারবে। এ সংখ্যা বাড়তেও পারে।

গত ৩১ জুলাই সুশীল সমাজের মাধ্যমে এ সংলাপ শুরু করে নির্বাচন আয়োজনকারী কর্তৃপক্ষটি। সে সময় তারা নির্বাচনে সেনা মোতায়েন, নির্বাচনকালীন সংসদ ভেঙে দেওয়া ও ‘না’ ভোটের বিধান করার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।