ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লাকসামে ৩ ইউপি নির্বাচনে ১২৮ মনোনয়নপত্র জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
লাকসামে ৩ ইউপি নির্বাচনে ১২৮ মনোনয়নপত্র জমা

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মোট ১২৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যাম পদে ১৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৯ জন ও সাধারণ ওর্য়াড সদস্য পদে ৯৫ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমার দেওয়ার শেষ সময় ছিল।

তিন ইউপির মধ্যে বাকই দক্ষিণে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন। তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী আবদুল আওয়াল, বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন, জাতীয় পার্টির প্রার্থী আ. রশিদ, চরমোনাই সমর্থিত খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন ও রিজাউর রহমান।

মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আ. রশিদ সওদাগর, বিএনপি প্রার্থী আবুল বাশার, জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম।

মুদাফ্ফরগঞ্জ উ. ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী শাহ আলম, আওয়ামী লীগ প্রার্থী সাহিদুল ইসলাম শাহিন, নজরুল ইসলাম, কাজী আ. রশিদ ও শাহাজান পাটোয়ারী।

আগামী ২৮ ডিসেম্বর লাকসামের তিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।