ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

রংপুরে ভোট কারচুপির শঙ্কায় বিএনপি প্রার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
রংপুরে ভোট কারচুপির শঙ্কায় বিএনপি প্রার্থী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা ভোট কারচুপির শঙ্কা প্রকাশ করেছেন।  

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোটগ্রহণের দিন সকাল সাড়ে আটটার দিকে নগরীর মাহিগঞ্জ এলাকার দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ শঙ্কার কথা জানান তিনি। তবে শেষ পর্যন্ত তার দল ভোটের লড়াইয়ে থাকবে বলেও জানান বাবলা।

   

কাওছার জামান বাবলা বলেন, মাত্র ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ মোটামুটি ভালই। তবে সারা দিন পড়ে রয়েছে। কখন কী হয়, দেখতে হবে।

এ সময় তিনি কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেন।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ নির্বাচনী বিধি ভঙ্গ করে গত পাঁচ দিন ধরে রংপুরে নিজের বাসভবনে অবস্থান করছেন এবং দলীয় প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
জেডএম/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।