ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন উপলক্ষে কুমিল্লায় মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
ইউপি নির্বাচন উপলক্ষে কুমিল্লায় মতবিনিময় সভা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা

কুমিল্লা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-উপ-নির্বাচন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী।

 

কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় সভাপতিত্ব উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন, র‌্যাব-১১ এর সিপিসি-২ কমান্ডার মেজর সৈয়দ আরিফুর রহমান, বিজিবি, আনসার ভিডিপি'র ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম, উপজেলা রিটার্নিং অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

আগামী ২৮ ডিসেম্বর কুমিল্লার তিনটি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া কয়েকটি উপজেলায় ইউনিয়ন পরিষদের সাধারণ মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।