ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জীবননগরের ৩ ইউপি নির্বাচন বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
জীবননগরের ৩ ইউপি নির্বাচন বৃহস্পতিবার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে ইতোমধ্যে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

নির্বাচন উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে উপজেলার তিনটি ইউনিয়নের ২৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

নানান জটিলতায় দীর্ঘ একযুগ পর বৃহস্পতিবার এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনটি ইউনিয়নের মোট ৩৫ হাজার ৪০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এছাড়া চুয়াডাঙ্গা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ও দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে একইদিনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদ বাংলানিউজকে জানান, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।