ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জের ৩ ইউনিয়নে উপ-নির্বাচন বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
সিরাজগঞ্জের ৩ ইউনিয়নে উপ-নির্বাচন বৃহস্পতিবার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের দু’টি উপজেলার তিনটি ইউনিয়নে উপ-নির্বাচন বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

ইউনিয়নগুলো হলো- উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী, তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং তাড়াশ সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে পূর্ণিমাগাতী ইউনিয়নে মোট চারজন ও নওগাঁ ইউনিয়নে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাড়াশ সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজকে জানান, এ তিনটি ইউনিয়নের ২৩টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে পুলিশের পাশাপশি এক প্লাটুন বিজিবি ও এক প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া তিনজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

২৯ জুলাই ক্যান্সার আক্রান্ত হয়ে পূর্ণিমাগাতী ইউনিয়নের চেয়ারম্যান গাজী খলিলুর রহমান ও ২২ জুলাই সড়ক দুর্ঘটনায় নওগাঁ ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলামের মৃত্যুতে পদ দু’টি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।