ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

অক্টোবরে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
অক্টোবরে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা

সাতক্ষীরা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, অক্টোবর মাস থেকেই জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। 

তিনি বলেন, এ বছরের ডিসেম্বর বা ২০১৯ সালের জানুয়ারি মাসের যে কোনো সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব আশাবাদ ব্যক্ত করেন।

আগামী সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, প্রশাসনিক জটিলতা, নদী ভাঙনসহ বিভিন্ন কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে, এতে সব আসনে প্রভাব পড়বে না।  

এ সময় বিএনপি প্রস্তাবিত নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে নির্বাচন কমিশন কী ভাবছে জানতে চাইলে তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়। সরকারই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।  

সিইসি পরে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad