ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুরে তিন ইউপির নির্বাচন ২৯ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
গাজীপুরে তিন ইউপির নির্বাচন ২৯ মার্চ

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, মির্জাপুর ও পিরুজালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ ওই তিনটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গাজীপুর সদর উপজেলার নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম বাংলানিউজকে বিষয়টি জানান।  

আশরাফুল আলম জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, মির্জাপুর ও পিরুজালী ইউপিতে নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।

আগামী ১ মার্চ পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ৪ ও ৫ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ।  

গাজীপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভাওয়াল গড় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ২২৮ জন। পুরুষ ভোটার ২৪ হাজার ৩৪৯ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৮৭৯ জন।

মির্জাপুর ইউনিয়নের মোট ভোটার ২৭ হাজার ৭৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৯০৫ এবং মহিলা ভোটার ১৩ হাজার ৮৫৩ জন।

পিরুজালী ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৬২০ জন। পুরুষ ভোটার ছয় হাজার ৯৮৯ জন এবং মহিলা সাত হাজার ৬৩১ জন।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।