ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নকলা উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
নকলা উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

শেরপুর: শেরপুরের নকলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাভোকেট একেএম মাহবুবুল আলম সোহাগ নৌকা প্রতীক নিয়ে ৫১ হাজার ৫৫২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে শাহ মাহাম্মদ বোরহান উদ্দিন পেয়েছেন ১৩ হাজার ৬৩৬ ভোট।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নকলা উপজেলা পরিষদের উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাহসিম বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে, নকলা উপজেলায় ৬৩টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দুপুরে কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বোরহান উদ্দিন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।