ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ব্যবস্থা নেবে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ব্যবস্থা নেবে ইসি ইকেশন ওয়ার্কিং আয়োজিত সেমিনার, ছবি: সুমন শেখ

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

রোববার (০৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইকেশন ওয়ার্কিং আয়োজিত ‘বাংলাদেশ প্রবাসী ভোটাধিকার প্রবর্তন: সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের বিদ্যমান আইনে প্রক্সি ও পোস্টাল ভোট দেওয়ার সুযোগ আছে।

তফসিল ঘোষণার ১৫ দিনের ভেতর আবেদন করলে প্রবাসীরাও ভোট দিতে পারেন। তবে এটা অনেকেই জানে না। আগামী নির্বাচনে এটা ব্যাপকভাবে প্রচার করা হবে। এছাড়া আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করবে ইসি।

এর আগের আয়োজক সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের মাঝামাঝি বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা ছিলো প্রায় ৭৫ লাখ। এ হিসাবের বাইরেও যারা রয়েছেন। তাদের ভোটাধিকার প্রয়োগে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় এর সুপারিশ উঠে আসে এ প্রতিবেদনে। অনুষ্ঠানে এ প্রতিবেদনটি উপস্থাপন করেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সদস্য আবদুল আউয়াল।

এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এমএসি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।