ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খালেকের বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
খালেকের বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মঞ্জুর

খুলনা: সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে আবারও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেকের পক্ষে ২১ নং ওয়ার্ডের ৫ নং ঘাট এলাকার এরশাদ আলী স্কুলের মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে।

মে দিবস পালনের নামে সেখানে মঞ্চ করে নৌকা ও তালুকদার খালেকের ছবিসহ রঙিন ব্যানার নিয়ে তার সমর্থকরা মিছিল সহকারে জমায়েত হয়েছে। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

তবে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন বলেন, মহান মে দিবস উপলক্ষে পেশাজীবী শ্রমিক লীগ এখানে প্রস্তুতি সভা করছে। এখানে কোনো মিছিল হচ্ছে না। বিকেল ৬টা পর্যন্ত মেয়র প্রার্থী সমাবেশস্থলে উপস্থিত হননি। তিনি পরে আসবেন। ফলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কিছু নেই।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।