ইসি সূত্র জানায়, ২৬ জুন (মঙ্গলবার) জিসিসি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি নিজস্ব পর্যেবেক্ষকরাও ভোটের অনিয়ম নিয়ে তৎপর থাকবেন।
সারাদেশে বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার চিঠি ইতোমধ্যে ইসির উপ-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ হোসেন ইতিমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন, সুষ্ঠু ভোটগ্রহণ, বিশৃঙ্খলা সৃষ্টি, কেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিসহ যাবতীয় বিষয়ে অনিয়ম বা গাফিলতী খেয়াল করবেন নিজস্ব পর্যবেক্ষরা।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
ইইউডি/জিপি