ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

জিসিসি নির্বাচন: গাজীপুরে সব গার্মেন্ট, কারখানা বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, জুন ২৫, ২০১৮
জিসিসি নির্বাচন: গাজীপুরে সব গার্মেন্ট, কারখানা বন্ধ

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন উপলক্ষে সব কারখানা বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২৬ জুন (মঙ্গলবার) নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটির পাশাপাশি গার্মেন্ট, স্পিনিং মিলসহ সব ধরনের কারখানা বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এমন নির্দেশনা দিয়েছে ইসি। বিষয়টি জানিয়েছেন সংস্থাটির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) এসএম আসাদুজ্জামান।

এদিকে ভোটগ্রহণ উপলক্ষে সব ধরনের মোটরযান ২৫ জুন (মঙ্গলবার) মধ্যরাত ১২টা থেকে ২৬ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে ২৩ জুন মধ্যরাত ১২টা থেকে ২৬ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।