ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘আয় ও পেশা’ নেই স্বশিক্ষিত জাফরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৩, জুলাই ৫, ২০১৮
‘আয় ও পেশা’ নেই স্বশিক্ষিত জাফরের মো. আবু জাফর (ফাইল ছবি)

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে সিপিবি-বাসদ সমর্থিত মেয়র প্রার্থী মো. আবু জাফর। ‘স্বশিক্ষিত’ এই মেয়র প্রার্থীর কোনো পেশা নেই, নেই বার্ষিক আয়ও।

নিজের হলফনামায় পেশার ঘরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী বলে উল্লেখ করেছেন তিনি।
 
অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ৫ হাজার টাকার ইলেকট্রনিকস মোবাইল সামগ্রী রয়েছে তার।

স্থায়ী সম্পদের মধ্যে যৌথ মালিকানায় দশমিক শূন্য ৭৭৫ একর জমিতে দোতালা একটি ভবন (বণ্টন হয়নি) দেখিয়েছেন তিনি।
 
আর্থিক প্রতিষ্ঠানে দেনা না থাকা এই মেয়র প্রার্থীর নিজের ও তার স্ত্রীর নামে কৃষি/অকৃষি জমি-জমা, আসবাবপত্র, ইলেকট্রিকস সামগ্রী এমনকি স্বর্ণালঙ্কারও নেই।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এনইউ/আরআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।