ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আজীবন সিলেটবাসীর সেবায় নিয়োজিত থাকতে চান কামরান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
আজীবন সিলেটবাসীর সেবায় নিয়োজিত থাকতে চান কামরান গণসংযোগে অংশ নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান

সিলেট: আজীবন সিলেটের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনকে একটি ‘আধুনিক নগরী’ হিসেবে গড়ে তুলতে সিলেটের মানুষ আজ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। যে দিকেই যাচ্ছি মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছি।

জনগণের ভালোবাসার প্রতিদান দিতে আমি প্রস্তুত।

শুক্রবার (১৩ জুলাই) নগরের সুবহানীঘাটে হযরত শাহজালাল দারুছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার জুমার নামাজের পর মুসল্লিদের সঙ্গে গণসংযোগের সময় এ প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী কামরান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেষ হাসিনা সিলেটের উন্নয়নে আন্তরিক। সিলেটের উন্নয়ন সর্ম্পকে তাকে কিছুই বলতে হয় না। এবার প্রধানমন্ত্রী সিলেটকে উন্নত শহরে পরিণত করতে স্বাধীনতার প্রতীক নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। ৩০ জুলাই নির্বাচনে সিলেটের মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ রায় দেবেন।

জুমার নামাজের আগে ও পরে মেয়র প্রার্থী কামরান সুবহানীঘাটের মাদ্রাসা রোডের ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কামরানের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুর রহমান চৌধুরী, আল ইসলাহ কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক মাওয়ানা আবু সালেক, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পলাশ, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান, আল ইসলাহ পাঠাগার সম্পাদক মাওলানা নজির আহমদ হেলাল, তালামীযের কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন জাহেদ, মহানগর আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, মাওলানা রফিকুল হোসেন খান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান, আওয়ামী লীগ নেতা মতিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা অ্যাডভোকেট ফখরুল ইসলাম, বদরুল হোসেন খান কামরান, ছাত্রলীগ নেতা শাওন আহমদ, আবুল কালাম আব্দুল হাইসহ জেলা ও হানগর আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।