ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘নগরবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
‘নগরবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই’ গণসংযোগকালে বদর উদ্দিন আহমদ কামরান

সিলেট: ‘হয়তো এটাই জীবনের শেষ নির্বাচন। জীবনের শেষ সময়ে নগরবাসীর উন্নয়ন ও কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই’ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

তিনি বলেন, অতীতে আমাকে কারাগারে রেখে নগরবাসী একলাখ ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। আমি এ ভালবাসার ঋণ শোধ করতে পারিনি।

আগামী দিনে জীবন দিয়ে হলেও ঋণ শোধ করার চেষ্টা করবো।

শুক্রবার (২০ জুলাই) সিলেট নগরের দক্ষিণ সুরমার ২৫ নং ওয়ার্ডে কায়েস্তরাইল এলাকায় নৌকা প্রতীকের গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

এর আগে কায়েস্তরাইল ওয়াকফ এস্টেট জামে মসজিদে জুমার নামাজ শেষে ওই এলাকায় গণসংযোগ করেন কামরান। নামাজ শেষে তিনি মসজিদের ইমাম, এলাকার মুসল্লিদের সঙ্গে কুশলবিনিময় করেন।

মসজিদ থেকে বের হলে এলাকার গণমান্য ব্যক্তি, মুসল্লি, দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বদর উদ্দিন আহমদ কামরানকে নির্বাচনের প্রতীক নৌকা উপহার দেন।

গণসংযোগকালে কামরানের সাথে ছিলেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমীর উদ্দিন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কায়েস্তরাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছালেক আহমদ, সাবেক সভাপতি আব্দুল আহাদ কুহিনূর, মূছারগাঁও সমাজকল্যাণ সমিতির সহ-সভাপতি শেখ হামিদুল্লাহ, স্থানীয় মুরব্বি মাসুক মিয়া, নুরুল আমীন, সমাজসেবী জিতু মিয়া, সৈয়দ আলাল আহমদ অভি, আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ, নাছির উদ্দিন, আনসার উদ্দিন, চুনু মিয়া, শাহীন আহমদ, রুবেল হক।

ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল হাফিজ নূর আলী, মহানগর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আলাল আহমদ অভি, ২৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইফতেখার হোসেন রাহীন, এমসি কলেজ ছাত্রলীগ নেতা রাশেদ উদ্দিন জগলু, নর্থইস্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন আহমদ সানী, শাবি ছাত্রলীগ নেতা আব্দুল আবিদ মিলাদ, ২৫নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ নেতা সাজেল আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।