ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

সব ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ: তাপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, জুলাই ২২, ২০১৮
সব ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ: তাপস হাটখোলা এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন তাপস। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের নির্বাচনী মাঠ বেশ চাঙ্গা রেখে নগর চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন (তাপস)।

রোববার (২২ জুলাই) সকালে তিনি বরিশাল নগরের হাটখোলা এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন।

এ সময় তাপস বলেন, জনগণ যতোক্ষণ আমার সঙ্গে আছেন, ততোক্ষণ আমি নির্বাচনী মাঠে তাদের নিয়ে লড়াই করে যাবো।

নির্বাচনী পরিবেশ যতোই উত্তপ্ত হোক না কেন সব ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। জনগণ আমার সঙ্গে আছেন, আর আমিও মাঠে আছি ইনশ্আল্লাহ।

গণসংযোগকালে তার সঙ্গে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।