ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিজয়ী হলে বরিশাল নগরের উন্নয়ন করা হবে: ওবাইদুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, জুলাই ২৩, ২০১৮
বিজয়ী হলে বরিশাল নগরের উন্নয়ন করা হবে: ওবাইদুর গণসংযোগকালে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব। ছবি: বাংলানিউজ

বরিশাল: বিজয়ী হলে বরিশাল নগরের উন্নয়ন করা হবে বলে অঙ্গীকার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব।

সোমবার (২৩ জুলাই) সকালে নগরের ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি নগরের দুরাবস্থাসমূহ ভোটরদের সামনে তুলে ধরে এ অঙ্গীকার করেন।

ওবাইদুর রহমান মাহবুব বলেন, সাধারণ জনগণকে পাশে নিয়ে বরিশার নগরী থেকে চাঁদাবাজি বন্ধ করবো, ইনশাআল্লাহ।

চাঁদাবাজি-টেন্ডারবাজি-ছিনতাই-দুর্নীতির মতো ইসলামবিরোধী কার্যকলাপ কখনো সমর্থন করিনি, করবো না।  

গণসংযোগকালে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা।  

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, বরিশাল জেলা সভাপতি ও চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরসহ নেতা-কর্মীরা নগরের জেলখানার সামনে, রুইয়ার পুল, কারিকর বিড়ি ব্রাঞ্চ এলাকায় পথসভা করেন।    

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।