ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিসিসি নির্বাচন নিয়ে জনগণ শঙ্কিত: তাপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, জুলাই ২৪, ২০১৮
বিসিসি নির্বাচন নিয়ে জনগণ শঙ্কিত: তাপস বিএম কলেজ এলাকায় গণসংযোগ করছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন (তাপস) বলেছেন, নির্বাচন নিয়ে সবাই একটু শঙ্কায় রয়েছেন। জনগণ শঙ্কিত নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না।
 

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তাপস বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়া নির্ভর করে সরকারের ওপর।

নির্বাচন কমিশন ও প্রশাসনের ওপর। তবে আমরা আশাকরি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

গণসংযোগকালে তার সঙ্গে জেলা জাপার সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থীসহ নেতা-কর্মীরা লাঙ্গল মার্কায় ভোট চান।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।